দেশে সেলফোন অপারেটরদের পথচলা শুরু হয় টুজি প্রযুক্তির সেলফোন সেবা দিয়ে। পরবর্তীতে আলাদা আলাদা লাইসেন্সের ভিত্তিতে থ্রিজি ও ফোরজি প্রযুক্তির সেবাদান শুরু করে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে মেয়াদ শেষ হয়ে পড়ার পর টুজি লাইসেন্সও নবায়ন করা হয়। এর বাইরেও বেতারযন্ত্রের জন্য আলাদা লাইসেন্স রয়েছে প্রতিষ্ঠানগুলোর। ভিন্ন ভিন্ন লাইসেন্সের আওতায় ভিন্ন ভিন্ন সেবা কার্যক্রম চালানোয় দেখা দেয় নানা ধরনের জটিলতা। এর পরিপ্রেক্ষিতে লাইসেন্সগুলো আলাদা আলাদা না রেখে একত্রীকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই মধ্যে লাইসেন্সের ফরম্যাট তৈরির জন্য ১৬ সদস্যের এক কমিটি গঠন করেছে সংস্থাটি।
জানা গেছে, সেলফোন অপারেটরদের দেয়া বিভিন্ন লাইসেন্স একীভূত করে সাধারণ একটি লাইসেন্সের আওতায় আনা হবে। এজন্য কমিশনের লিগাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ১৬ সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে, যার কাজ হলো একীভূত লাইসেন্সিংয়ের নীতিমালা ও ফরম্যাট তৈরি করা। দুই মাসের মধ্যে কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, প্রত্যেকটি সেবার জন্য আলাদা লাইসেন্স দেয়া হয়েছে। এগুলোর মেয়াদও ভিন্ন ভিন্ন। এসব লাইসেন্সের বেশকিছু ধারায় ভিন্নতাও রয়েছে। এতে সেলফোন অপারেটরদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে রাজস্ব আদায়ের কার্যক্রমেও জটিলতা দেখা দিচ্ছে। এজন্য লাইসেন্স একীভূতকরণের উদ্যোগ নেয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, জিএসএমএ প্রযুক্তির সেলফোন সেবা দিতে ১৯৯৬ সালের ১১ নভেম্বর তিন অপারেটরকে লাইসেন্স দেয় সরকার। গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে দেয়া টুজি প্রযুক্তির ওই লাইসেন্সের মেয়াদ ছিল ১৫ বছর। মেয়াদ শেষে ২০১২ সালের ৭ আগস্ট তা একই মেয়াদে নবায়ন করা হয়। এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের লাইসেন্সও নবায়ন করা হয়। এসব লাইসেন্সের সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে টুজি রেডিও কমিউনিকেশন্স ইকুইপমেন্ট লাইসেন্সও দেয়া হয়।
২০১৩ সালের ১২ সেপ্টেম্বর থ্রিজি সেলুলার মোবাইল ফোন সার্ভিসেস অপারেটর লাইসেন্স পায় গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক। এ লাইসেন্সের মেয়াদও ১৫ বছর। একই দিনে আলাদাভাবে থ্রিজি রেডিও কমিউনিকেশন্স অ্যাপারেটাস লাইসেন্স পায় প্রতিষ্ঠানগুলো।
এ চার সেলফোন অপারেটর ফোরজি/এলটিই মোবাইল ফোন সার্ভিসেস অপারেটর লাইসেন্স পেয়েছে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি। পরবর্তী ১৫ বছর পর্যন্ত এ লাইসেন্সের মেয়াদ রয়েছে। এর মধ্যে টেলিটক ছাড়া অন্য তিন অপারেটরকে একই দিনে প্রযুক্তিনিরপেক্ষ তরঙ্গের বেতারযন্ত্র ব্যবহারের লাইসেন্স দেয়া হয়। এ লাইসেন্সের মেয়াদ ধরা হয়েছে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৫ বছর পর্যন্ত।



















